নোয়াখালীতে বাড়ি থেকে অপহৃত স্কুলছাত্রী কুমিল্লায় উদ্ধার -এর খবর দিয়ে শুরু করছি কুমিল্লা জেলা নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
সারা সপ্তাহের খবর
কুমিল্লায় পরিবহন নেতাকে হত্যার দায়ে স্ত্রীসহ তিনজনের মৃত্যুদণ্ড
কুমিল্লায় পরিবহন নেতা রেজাউল করিম ওরফে রাজা মিয়াকে হত্যার দায়ে তাঁর স্ত্রীসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ১২ এপ্রিল বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নিহত রেজাউল করিমের স্ত্রী আলো আক্তার (৩০), কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতানন্দি গ্রামের তাপস চন্দ্র শীল (২৫) ও চান্দিনা উপজেলার বশিকপুর গ্রামের মো. রাশেদ (২৮)। রায় ঘোষণার সময় রাশেদ উপস্থিত ছিলেন। আলো আক্তার ও তাপস চন্দ্র শীল পলাতক রয়েছেন।
নোয়াখালীতে বাড়ি থেকে অপহৃত স্কুলছাত্রী কুমিল্লায় উদ্ধার

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাড়ি থেকে স্কুলছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার সময় কুমিল্লার দাউদকান্দি উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের আট সদস্যকে গ্রেপ্তার ও অপহরণের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। ১১ এপ্রিল মঙ্গলবার সকালে পুলিশ এ অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সুমন (৪০), মো. হাছান (২০), আলাউদ্দিন ওরফে ইমন (২৫), মিজানুর রহমান ওরফে মিজান (২৮), আবদুর রহিম (২০), মো. সোহাগ (২৮), মো. ইয়াছিন আরাফাত ওরফে সাকিব (২৩) ও সাবের হোসেন ওরফে সাব্বির (২১)।
কুমিল্লায় প্রবাসী হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড
জমি নিয়ে বিরোধের জেরে যুক্তরাষ্ট্রপ্রবাসী নোয়াখালীর আকবর হোসেন ওরফে বাবুল হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ১৩ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসরিন জাহান এ রায় দেন।

কুমিল্লায় বিএনপি-এলডিপির নেতাকর্মী কারাগারে
কুমিল্লার চান্দিনায় পুলিশের ওপর হামলার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতিসহ এলডিপি ও বিএনপির ২৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
ভোগান্তি কমাতে প্রস্তুত পুলিশ
দেশের অর্থনৈতিক লাইফ লাইন হিসেবে খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। প্রতি বছরই এই সড়কের কুমিল্লাসহ বিভিন্ন স্থানে ঈদে ঘরমুখো মানুষকে যানজটের কবলে পড়ে বিড়ম্বনা পোহাতে হয়। সংশ্লিষ্টদের দাবি, ঈদ উপলক্ষে হঠাৎ সড়কে যানবাহনের চাপ বেড়ে গিয়ে যত্রতত্র যাত্রী ওঠানামা ও গাড়ি পার্কিংয়ের ফলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। তবে এবার ঈদে মহাসড়কের কুমিল্লার অংশে যানচলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে।
অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো দিনমজুরের

কুমিল্লা মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নবীর হোসেন (৩৮) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। শনিবার (৮ এপ্রিল) বিকেলে মহানগরীর রাজগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নবীর হোসেন মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকার বাসিন্দা।
খেলার সময় পানিতে পড়ে কুমিল্লা-ভোলায় দুই শিশুর মৃত্যু
কুমিল্লা ও ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে এসব ঘটনা ঘটে। কুমিল্লার হোমনায় পুকুরের পানিতে ডুবে তাকিয়া আয়মান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কুমিল্লায় গরুবোঝাই পিকআপে বাসের ধাক্কায় নিহত ১
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকায় বাসের ধাক্কায় একটি গরুবোঝাই পিকআপ উল্টে আবু তাহের নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। পিকআপ উল্টে ৩টি গরুরও মৃত্যু হয়েছে। বুধবার (১২ এপ্রিল) বিকালে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের জোড়কানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ