অস্ত্রসহ ইউপি সদস্য – কুমিল্লার হোমনায় দেশীয় অস্ত্রসহ শাহ আলী নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মাথাভাঙ্গা ইউপির ছয়ফুল্লাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি মাথাভাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও ওই এলাকার সেলিম মুন্সির ছেলে।
কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য আটক
হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম তার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে হোমনার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ শাহ আলী ওরফে আলী মেম্বার তার ঘরে অবস্থান করছেন।

বৃহস্পতিবার ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার ঘর তল্লাশি করে ১টি ৪০ ইঞ্চি লম্বা স্টিল গ্যাস পাইপ (যার একপাশে লোহার কাঁটাযুক্ত গোল চাকা আছে), ১টি কাঠের হাতলযুক্ত রামদা, ১টি কাঠের হাতলযুক্ত চাপাতি, ৪টি লোহার চল, ২টি সুইচ গিয়ার স্টিলের চাকু, ৩টি নরমাল চাকু, একটি কাঠের হাতল যুক্ত পাট্টা (যা একপাশে ধারালো অস্ত্র হিসেবে পরিচিত) উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, আটক শাহ আলী ওরফে আলী মেম্বার এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছেন। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। নতুন করে আটকের পর হোমনা থানার উপপরিদর্শক (এসআই) ইহসানুল ইসলাম বাদী হয়ে হোমনা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলার পর তাকে আদালতে তোলা হলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আরও দেখুনঃ