ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতাকে হত্যা কুমিল্লায়

ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতাকে হত্যা কুমিল্লায়,কুমিল্লায় ফেনসিডিল সেবনের ভিডিও ধারণের জেরে এনামুল হক (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

 

ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতাকে হত্যা কুমিল্লায়

 

ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতাকে হত্যা কুমিল্লায়

শুক্রবার  জুমার নামাজের পর আদর্শ সদর উপজেলার আলেখাচর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত এনামুল উপজেলার দূর্গাপুর উত্তর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি আলেখাচর গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, আলেখাচর গ্রামের কাজী জহিরুল ইসলাম সম্প্রতি ফেনসিডিল সেবনের সময় গোপনে ভিডিও ফুটেজ ধারণ করা হয়। পরে ওই ফুটেজ এনামুলের হাতে আসে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এ নিয়ে গত কয়েক দিন ধরে দুজনের মধ্য বিরোধ চলছে। এর জেরে শুক্রবার এনামুল আলেখাচর মধ্যমপাড়া জামে মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হলে জহিরুল ইসলামের ভাই কাজী আমিনের ছেলে আমানুল (২৮) ও জাকির হোসেনের ছেলে সাঈদ (২২) তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে এনামুল গুরুতর আহত হন।

 

ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতাকে হত্যা কুমিল্লায়

 

ফাঁড়ির ইনচার্জ আল মামুন আরও বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল-কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে কাজী জহিরসহ ঘাতকরা পলাতক আছেন। নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ-হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

আরও পড়ুন:

Leave a Comment