কুমিল্লা জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ

আমাদের আজকের আলোচনার বিষয় কুমিল্লা জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ. কুমিল্লা জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ।

 

কুমিল্লা জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ

 

কুমিল্লা জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২৩°০২´ থেকে ২৪°৪৭´ উত্তর অক্ষাংশ এবং ৯২°৩৯´ থেকে ৯১°২২´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে কুমিল্লা-জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ৯৭ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১৪৯ কিলোমিটার। এ জেলার উত্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলা, মেঘনা নদী ও নারায়ণগঞ্জ জেলা, দক্ষিণে ফেনী জেলা ও নোয়াখালী জেলা, পূর্বে ভারতের ত্রিপুরা, পশ্চিমে চাঁদপুর জেলা, মেঘনা নদী ও মুন্সীগঞ্জ জেলা।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

কুমিল্লা জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ:-

ক্রমিক নং

চেয়ারম্যানদের নাম

গ্রাম

০১।

জনাব মৃত আলী আকবর

বাইয়ারা

০২।

জনাব মৃত এডভোকেট ওসমান গনি

রাজাপাড়া

০৩।

জনাব মৃত মাষ্টার আবুল হাসেম

আশিপাড়

০৪।

জনাব মিয়া মোঃ আ: খায়ের

জোড্ডা

০৫।

জনাব মোঃ আমিনুল হক

গোহারুয়া

০৬।

এম এ করিম মজুমদার

নারায়েনকোট

০৭।

জনাব আলী আক্কাছ

গোহারুয়া

 

বর্তমান কুমিল্লা-জেলা চট্টগ্রাম বিভাগের অধীনস্থ একটি জেলা। শুরুর দিকে এটি সমতট জনপদের অন্তর্গত হলেও পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের অংশ হয়েছিল। কুমিল্লা নামকরণের অনেকগুলো প্রচলিত মত রয়েছে। যার মধ্যে উল্লেখযাগ্য চৈনিক পরিব্রাজক ওয়াং চোয়াঙ কর্তৃক সমতট রাজ্য পরিভ্রমণের বৃত্তান্ত থেকে।

 

কুমিল্লা জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ

 

তার বর্ণনায় কিয়া-মল-ঙ্কিয়া নামক যে স্থানের বিবরণ রয়েছে সেটি থেকে কমলাঙ্ক বা কুমিল্লার নামকরণ হয়েছে। এ অঞ্চলে প্রাপ্ত প্রাচীন নিদর্শন‍াদি থেকে জানা যায় খ্রিষ্টীয় পঞ্চম শতাব্দী থেকে ত্রিপুরা গুপ্ত সম্রাটদের অধিকারভুক্ত ছিল।

আরও পড়ুূনঃ

Leave a Comment