নারী শিক্ষকরা স্বস্তিতে : ভিক্টোরিয়া কলেজে ডে কেয়ার

নারী শিক্ষকরা স্বস্তিতে : ভিক্টোরিয়া কলেজে ডে কেয়ার , কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক জান্নাত বিনতে মামুন। বাসায় ছোট সন্তান রেখে ক্লাসে আসেন। ক্লাসে মনোযোগ দিতে কষ্ট হয়। সস্তান কি করছে? কোনো সমস্যা হলো কি না? খাবার খেয়েছে কিনা? নানা দুশ্চিন্তা মাথায় ঘুরে। সন্তানকে কাছে রাখতে পারলে সুবিধা হতো। দুশ্চিন্তা কমতো। এ সব চিন্তা থেকে ভিক্টোরিয়া সরকারি কলেজ কর্তৃপক্ষ ডে কেয়ার সেন্টার চালু করেছে। এতে খুশি তার মতো অন্তত ২০ জন নারী শিক্ষক ও সহ¯্রাধিক ছাত্রী।

নারী শিক্ষকরা স্বস্তিতে : ভিক্টোরিয়া কলেজে ডে কেয়ার

জান্নাত বিনতে মামুন বলেন, আমাদের শিশুদের বাসায় রেখে আসতে হয়। নানা দুশ্চিন্তায় সময় কাটে। এখন স্বস্তিতে ক্লাস নেয়া যাবে। শিক্ষার্থীরাসহ যারা বাইরে থেকে আসবেন তারাও শিশুদের এখানে রাখতে পারবেন। তার মতো খুশি শিক্ষার্থী তামান্না তাবাসুম। তিনি বলেন, তার বাড়ি জেলার মনোহরগঞ্জে। তাই সন্তানকে রেখে আসা যায় না। ক্লাস পরীক্ষার সময় ডে কেয়ারে তাকে রাখা যাবে। এছাড়া ব্রেস্ট ফিডিংয়ের জন্যও এ সেন্টারটি ব্যবহার করা যাবে।

 

নারী শিক্ষকরা স্বস্তিতে : ভিক্টোরিয়া কলেজে ডে কেয়ার

 

ইতিহাস বিভাগের শিক্ষক হাসনা হেনা লিজা বাসসকে বলেন, ‘যুগোপযোগী একটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা যারা কর্মজীবী মা রয়েছি, আমাদের সবার চিন্তা আমাদের বাচ্চা চোখের আড়ালে রয়েছে। সেখানে সে ঠিকমতো খাবার খাচ্ছে কি না। তার কোনো কষ্ট হচ্ছে কি না। এসব চিন্তা যেন পিছু ছাড়ে না। বিশেষ করে পরীক্ষার সময়গুলো কঠিন হয়ে ওঠে। তাই ডে কেয়ার সেন্টার চালু করা অসাধারণ একটি উদ্যোগ। সত্যি বলতে এখন নিজের মেয়ে নিজের কাছেই বড় হচ্ছে। এটা অনেক আনন্দের।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শামিমা আক্তার বলেন, শিশুরা মা থেকে দূরে থাকলে মনবৈকল্য তৈরি হয়। তাই কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার থাকলে শিশুরা মায়ের সান্নিধ্য পায়। এতে শিশুদের পরিপূর্ণ মানসিক বিকাশ ঘটে।
সরেজমিন গিয়ে দেখা যায়, শিশুরা স্বতস্ফূর্তভাবে হৈ-চৈ করছে। কেউ দোলনায়, কেউ স্লিপারে, কেউবা ঘোড়ায় চড়েছে। তাদের উচ্ছ্বাসে বর্ণিল হয়ে উঠেছে সেন্টারটি।

 

ভিক্টোরিয়া কলেজে ডে কেয়ার : স্বস্তিতে নারী শিক্ষকরা

 

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, আমাদের ৫৪ জন নারী সহকর্মী। তার মধ্যে ছোট সন্তান আছে ২০ জনের। এছাড়া হাজারো ছাত্রীও সন্তানদের নিয়ে ভোগান্তিতে পড়েন। তাদের স্বস্তির জন্য এই সেন্টারটি চালু করা হয়েছে। এখানে সন্তানের যতেœর পাশে ব্রেস্ট ফিডিংয়েরও সুযোগ রয়েছে।

আরও দেখুন:

1 thought on “নারী শিক্ষকরা স্বস্তিতে : ভিক্টোরিয়া কলেজে ডে কেয়ার”

Leave a Comment