প্রাণ গেলো দিনমজুরের কুমিল্লায় অটোরিকশার ধাক্কায়

প্রাণ গেলো দিনমজুরের কুমিল্লায় অটোরিকশার-ধাক্কায়,কুমিল্লা মহানগরীতে ব্যাটারিচালিত-অটোরিকশার- ধাক্কায় নবীর হোসেন (৩৮) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। শনিবার বিকেলে মহানগরীর রাজগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নবীর হোসেন মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকার বাসিন্দা।

 

 প্রাণ গেলো দিনমজুরের কুমিল্লায় অটোরিকশার ধাক্কায়

 

প্রাণ গেলো দিনমজুরের কুমিল্লায় অটোরিকশার ধাক্কায়

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, বিকেল ৬টার দিকে নবীর বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

তিনি আরও জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এ ঘটনায় অটোরিকশার চালক হাবিব উল্লাহকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

 

 প্রাণ গেলো দিনমজুরের কুমিল্লায় অটোরিকশার ধাক্কায়

 

Leave a Comment