প্রাণ গেলো দুই শিশুর মাছের ঘেরে গোসলে নেমে

প্রাণ গেলো দুই শিশুর মাছের-ঘেরে গোসলে-নেমে,কুমিল্লার নাঙ্গলকোটে মাছের-ঘেরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

প্রাণ গেলো দুই শিশুর মাছের ঘেরে গোসলে নেমে

 

প্রাণ গেলো দুই শিশুর মাছের ঘেরে গোসলে-নেমে

নিহতরা হলো শ্রীরামপুর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে তানিশা (১২) ও তার ভাই জসীম উদ্দিন মেয়ে তানহা (১২)। তারা দুইজন সম্পর্কে চাচাতো বোন।

নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) কানন চৌধুরী  এ তথ্য নিশ্চিত করেছেন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তিনি বলেন, দুপুর পৌনে ১২টার বাড়ির পাশে একটি মাছের-ঘেরে আট কিশোরী গোসলে নামে। একপর্যায়ে তানিশা ও তানহা পানিতে তলিয়ে যায়। এসময় সঙ্গে থাকা শিশুরা চিৎকার দিলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা-স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
কানন চৌধুরী আরও বলেন, খবর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতদের স্বজনদের কোনো অভিযোগ থাকলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
প্রাণ গেলো দুই শিশুর মাছের ঘেরে গোসলে নেমে

Leave a Comment