মনোহরগঞ্জ উপজেলা | কুমিল্লা জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

মনোহরগঞ্জ উপজেলা   আয়তন: ১৬৬.৫০ বর্গ কিমি। অবস্থান: ২৩°০৪´ থেকে ২৩°১২´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৫৯´ থেকে ৯১°০৮´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে লাকসাম উপজেলা, দক্ষিণে চাটখিল, সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলা, পূর্বে নাঙ্গলকোট উপজেলা, পশ্চিমে শাহরাস্তি উপজেলা (চাঁদপুর)।

জনসংখ্যা ২১০৮১০; পুরুষ ১০৩৪০৭, মহিলা ১০৭৪০৩।

 

মনোহরগঞ্জ উপজেলা | কুমিল্লা জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

জলাশয় ডাকাতিয়া নদী ও মেল্লার খাল।

প্রশাসন লাকসাম উপজেলার অংশবিশেষ নিয়ে ২০০৫ সালে মনোহরগঞ্জ উপজেলা গঠিত হয়।

তথ্যঃ

 

কুমিল্লা জেলা - মনোহরগঞ্জ উপজেলা

 

কুমিল্লা জেলা – মনোহরগঞ্জ উপজেলা  আদমশুমারি রিপোর্ট ২০০১,

প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ ধিকচান্দা মঠ বাড়ীর মঠ, মিয়া সাহেবের দরগাহ সংলগ্ন নরহরিপুর দিঘি, শরীফপুর মাযার সংলগ্ন নাগেশ্বর দিঘি।

মুক্তিযুদ্ধের ঘটনাবলি ১৯৭১ সালের ১৩ সেপ্টেম্বর এ উপজেলায়  হাসনাবাদ বাজারের উত্তরে চৌমুহনী নামক স্থানে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ লড়াইয়ে প্রায় ৭০ জন পাকসেনা নিহত হয় এবং ১ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গণকবর ১ (হাসনাবাদ)।

ধর্মীয় প্রতিষ্ঠান  শাহ শরীফপুর দরগাহ, চাঁদপুর দরগাহ, বড় মিয়া হুজুর দরগাহ, মিয়া সাহেবের দরগাহ, ধিকচান্দা মঠ, মৈশাতুয়া মহাপ্রভু সেবাশ্রম উল্লেখযোগ্য।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৪৮.৭৪%; পুরুষ ৫০.৩৮%, মহিলা ৪৭.১৯%। কলেজ ৪, মাধ্যমিক বিদ্যালয় ২৮, প্রাথমিক বিদ্যালয় ৮৬, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ১২, কিন্ডার গার্টেন ১৮, ব্র্যাক স্কুল ৪২, মাদ্রাসা ১৫।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ১।

প্রধান কৃষি ফসল ধান, গম, সরিষা, ভূট্টা, আখ।

মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার মৎস্য ১৫, গবাদিপশু ৩০, হাঁস-মুরগি ৩৫, হ্যাচারি ১৫, নার্সারি ৪০০।

যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ৯৩৪ কিমি, কাঁচারাস্তা ৪৬০ কিমি; রেলপথ ৩ কিমি; নৌপথ ১৪.০৩ নটিক্যাল মাইল।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, গরুর গাড়ি।

 

কুমিল্লা জেলা - মনোহরগঞ্জ উপজেলা

 

কুটিরশিল্প লৌহশিল্প, মৃৎশিল্প, তাঁতশিল্প।

হাটবাজার ও মেলা হাটবাজার ৪, মেলা ১। মেল্লা বাজার, নদনার বাজার, লক্ষণপুর বাজার ও মনোহরগঞ্জ বাজার এবং বৈশাখী মেলা উল্লেখযোগ্য।

স্বাস্থ্যকেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র ৩, পরিবার কল্যাণ কেন্দ্র ৮, ক্লিনিক ৪।

প্রাকৃতিক দুর্যোগ ১৯৪১ ও ১৯৬৮ সালের ঘুর্ণিঝড়ে এ উপজেলার ঘরবাড়ি, ফসল ও গবাদিপশুর ব্যাপক ক্ষতি হয়।

এনজিও ব্র্যাক, আশা।

 

কুমিল্লা জেলা - মনোহরগঞ্জ উপজেলা

 

আরও দেখুনঃ

Gurukul Live Logo
Gurukul Live Logo

Leave a Comment