মুরাদনগর উপজেলা | কুমিল্লা জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

মুরাদনগর উপজেলা   আয়তন: ৩৩৯.০০ বর্গ কিমি। অবস্থান: ২৩°৩০´ থেকে ২৩°৪৮´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৫২´ থেকে ৯১°০৪´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে নবীনগর উপজেলা, দক্ষিণে চান্দিনা ও দেবীদ্বার উপজেলা, পূর্বে দেবীদ্বার, ব্রাহ্মণপাড়া ও কসবা উপজেলা, পশ্চিমে দাউদকান্দি, হোমনা ও বাঞ্ছারামপুর উপজেলা।

জনসংখ্যা ৪৬৮০৮০; পুরুষ ২৩৫৩০৭, মহিলা ২৩২৭৭৩। মুসলিম ৪২৯২৪৩, হিন্দু ৩৮৭৭৫, বৌদ্ধ ১৩, খ্রিস্টান ২৮ এবং অন্যান্য ২১।

 

মুরাদনগর উপজেলা | কুমিল্লা জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

জলাশয় গোমতী ও বুড়ি নদী এবং কার্জন খাল উল্লেখযোগ্য।

প্রশাসন মুরাদনগর থানা গঠিত হয় ১৮৫৮ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।

তথ্যঃ

কুমিল্লা জেলা - মুরাদনগর উপজেলা

 

কুমিল্লা জেলা - মুরাদনগর উপজেলা

 

কুমিল্লা জেলা – মুরাদনগর উপজেলা আদমশুমারি রিপোর্ট ২০০১,

প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ ১ গম্বুজ বিশিষ্ট পাহাড়পুর মসজিদ, শেখ লালের মসজিদ (পূর্বধৈর), পীর কাশিমপুর মসজিদ, বরদেশ্বরীর মূর্তি (মুরাদনগর)।

ঐতিহাসিক ঘটনাবলি  মুগল আমলে মুরাদনগর বলদা খাল পরগনার অন্তর্ভূক্ত ছিল। এ উপজেলা কৃষক আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছে। ১৯৭১ সালে উপজেলার বিভিন্ন স্থানে মুক্তিবাহিনীদের সঙ্গে পাকবাহিনীর বেশ কয়েকটি সম্মুখ লড়াই সংগঠিত হয়। এতে কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ হন।

ধর্মীয় প্রতিষ্ঠান  মসজিদ ২৮০, মন্দির ৪৬, মাযার ৮, তীর্থস্থান ১। উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান: ভুতাইল সরকারবাড়ি মসজিদ, সোনাকান্দা পীরবাড়ি মসজিদ, কাশিমপুর পীরবাড়ি মসজিদ, মুরাদনগর মসজিদ, নবীপুর মন্দির, শ্রীকাইল কালীবাড়ি, রামচন্দ্রপুর কালীবাড়ি।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৩৮.৪৩%; পুরুষ ৪২.৫১%, মহিলা ৩৪.৪%। কলেজ ২২, মাধ্যমিক বিদ্যালয় ৫০, প্রাথমিক বিদ্যালয় ১৯২, কমিউনিটি বিদ্যালয় ২৯, মাদ্রাসা ৪৩। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: জাহাপুর কে.কে. একাডেমী এন্ড কলেজ (১৯১৪), শ্রীকাইল কলেজ (১৯৪২), ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় (১৮৬৪), বাঙ্গড়া হাইস্কুল (১৮৮৭), গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয় (১৯১০), রামচন্দ্রপুর হাইস্কুল (১৯১৮)।

পত্র-পত্রিকা ও সাময়িকী মাসিক: বিহঙ্গ, মুরাদনগর।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ১, প্রেসক্লাব ২, সিনেমা হল ৫, ক্লাব ৪০, খেলার মাঠ ৩২।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৫০.২৪%, অকৃষি শ্রমিক ২.৫৫%, শিল্প ১.৩৪%, ব্যবসা ১৬.২৫%, পরিবহণ ও যোগাযোগ ২.৭২%, চাকরি ৮.৪৭%, নির্মাণ ১.০৯%, ধর্মীয় সেবা ০.৪২%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ৪.৮% এবং অন্যান্য ১২.১২%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৬৬.৪৪%, ভূমিহীন ৩৩.৫৬%। শহরে ৫৮.৭% এবং গ্রামে ৬৬.৮৮% পরিবারের কৃষিজমি রয়েছে।

প্রধান কৃষি ফসল ধান, গম, মসুর, কলাই, সরিষা, তিল, তিসি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি পাট।

 

কুমিল্লা জেলা - মুরাদনগর উপজেলা

 

প্রধান ফল-ফলাদি আম, কাঁঠাল, জাম, কলা।

মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার মৎস্য ১, গবাদিপশু  ২, নার্সারি ১৪।

যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ৬৬ কিমি, কাঁচারাস্তা ১২ কিমি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি।

শিল্প ও কলকারখানা রাইস মিল, আইস ফ্যাক্টরি, বিড়ি কারখানা, ওয়েল্ডিং কারখানা।

কুটিরশিল্প স্বর্ণশিল্প, লৌহশিল্প, মৃৎশিল্প, সূচিশিল্প, তাঁতশিল্প, বাঁশের কাজ, বেতের কাজ।

হাটবাজার ও মেলা হাটবাজার ৮০। রামচন্দ্রপুর, কোম্পানীগঞ্জ, হাটখোলা ও পিপড়িয়া হাট উল্লেখযোগ্য।

প্রধান রপ্তানিদ্রব্য চাল, সরিষা।

বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৩৫.৩৩% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস নলকূপ ৯৩.৭৪%, ট্যাপ ০.৯৫%, পুকুর ১.৯৬% এবং অন্যান্য ৩.৩৬%। এ উপজেলার অগভীর নলকূপের পানিতে আর্সেনিকের উপস্থিতি প্রমাণিত হয়েছে।

স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ৫১.৩৭% (গ্রামে ৫১.২৪% ও শহরে ৫৩.৭৪%) পরিবার স্বাস্থ্যকর এবং ৩৭.৭৭% (গ্রামে ৩৭.৭৭% ও শহরে ৩৭.৭৫%) পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। তবে ১০.৮৬% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১, পরিবার পরিকল্পনা কেন্দ্র ১৭, উপস্বাস্থ্য কেন্দ্র ৭, ক্লিনিক ৪২।

 

কুমিল্লা জেলা - মুরাদনগর উপজেলা

 

আরও দেখুনঃ

Gurukul Live Logo
Gurukul Live Logo

তিতাস উপজেলা | কুমিল্লা জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

আদর্শ সদর উপজেলা | কুমিল্লা জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

চট্টগ্রাম বিভাগ – বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি বিভাগ

চৌদ্দগ্রাম উপজেলা | কুমিল্লা জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

ওবায়দুল কাদেরঃ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে জবাব দেয়া হবে

Leave a Comment