মেঘনা উপজেলা [ কুমিল্লা জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ ]

মেঘনা উপজেলা আয়তন: ৯৮.৪৭ বর্গ কিমি। অবস্থান ২৩°৩৪´ থেকে ২৩°৪১´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৩৮´ থেকে ৯০°৪৬´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে আড়াই হাজার উপজেলা (নারায়ণগঞ্জ জেলা), দক্ষিণে দাউদকান্দি ও গজারিয়া উপজেলা, পূর্বে হোমনা ও তিতাস উপজেলা, পশ্চিমে সোঁনারগাও উপজেলা (নারায়ণগঞ্জ জেলা) এবং গজারিয়া উপজেলা (মুন্সিগঞ্জ জেলা)।

জনসংখ্যা ৯৬৯৭০; পুরুষ ৪৭৭১৬, মহিলা ৪৯২৫৪। মুসলিম ৯২০৩২, হিন্দু ৪৯২৫ এবং অন্যান্য ১৩।

 

মেঘনা উপজেলা | কুমিল্লা জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

জলাশয় প্রধান নদী: মেঘনা ও কাঁঠালিয়া।

প্রশাসন ১৯৯৯ সালে মেঘনা থানাকে উপজেলায় রূপান্তর করা হয়।

তথ্যঃ

কুমিল্লা জেলা - মেঘনা উপজেলা

কুমিল্লা জেলা – মেঘনা উপজেলা আদমশুমারি রিপোর্ট ২০০১,

ধর্মীয় প্রতিষ্ঠান  মসজিদ ২২১, মন্দির ৬, মঠ ১।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৩৩.৩৪%; পুরুষ ৩৮.০৪%, মহিলা ২৯.৯২%। কলেজ ২, মাধ্যমিক বিদ্যালয় ৭, প্রাথমিক বিদ্যালয় ৫১, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ১, মাদ্রাসা ২। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: মানিকের চর কলেজ (১৯৭০), দৌলত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯৩৮), মানিকের চর এল এল উচ্চ বিদ্যালয় (১৯৪৬), সোনার চর উচ্চ বিদ্যালয় (১৯৬৭), মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় (১৯৬৭), চন্দনপুর এম এ হাইস্কুল (১৯৭১)।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ২।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৫৩.৭১%, অকৃষি শ্রমিক ১.৫২%, শিল্প ০.৯৯%, ব্যবসা ১৪.৮৮%, পরিবহণ ও যোগাযোগ ১.৮৮%, চাকরি ৬.৩৯%, নির্মাণ ০.৯৩%, ধর্মীয় সেবা ০.২১%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ৬.৬২% এবং অন্যান্য ১৩.২৮%।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৭৪.০৭%, ভূমিহীন ২৫.৯৩%।

প্রধান কৃষি ফসল ধান, পাট, গম, ডাল।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি কাউন, তিসি।

প্রধান ফল-ফলাদি আম, কাঁঠাল, নারিকেল, কুল, তরমুজ, তাল।

যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ১৬৮ কিমি, কাঁচারাস্তা ১২ কিমি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, গরুর গাড়ি।

কুটিরশিল্প লৌহশিল্প, পাটশিল্প, মৃৎশিল্প।

 

কুমিল্লা জেলা - মেঘনা উপজেলা

 

বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ১১.৮৫% পরিবারের  বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস নলকূপ ৯৪.৬১%, ট্যাপ ০.৫১%, পুকুর ০.৯৯% এবং অন্যান্য ৩.৮৯%।

স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ২১.৮৪% পরিবার স্বাস্থ্যকর এবং ৭০.৪৫% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। তবে ৭.৭১% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল ১, পরিবার পরিকল্পনা কেন্দ্র ৭, কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক ৭, ডায়াগনস্টিক সেন্টার ১।

 

কুমিল্লা জেলা - মেঘনা উপজেলা

 

আরও দেখুনঃ

Gurukul Live Logo
Gurukul Live Logo

 

তিতাস উপজেলা | কুমিল্লা জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

আদর্শ সদর উপজেলা | কুমিল্লা জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

চট্টগ্রাম বিভাগ – বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি বিভাগ

চৌদ্দগ্রাম উপজেলা | কুমিল্লা জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

ওবায়দুল কাদেরঃ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে জবাব দেয়া হবে

Leave a Comment