কুমিল্লার বিভিন্ন বাজারে সবজির দাম স্থিতিশীল

কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী নিমসার বাজারে টোল আদায় বন্ধ করায় উপজেলার বুড়িচং ভরাসার বাজারসহ বিভিন্ন বাজারে শাক সবজির দাম স্থিতিশীল রয়েছে।

 

কুমিল্লার বিভিন্ন বাজারে সবজির দাম স্থিতিশীল

জেলা টাস্কফোর্সের আহবায়ক এ ডি সি মাহফুজা মতিন, বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মারুফা আক্তার,বুড়িচং থানার ওসি আজিজুল হক, কুমিল্লার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের বিভিন্ন কর্মকর্তাগণ নিমসার বাজারের টোল আদায় বন্ধ করেন।

এরই ফলশ্রুতিতে গতকাল ২৮ অক্টোবর বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার বাজারের কাচাঁ তরকারির বাজার পরিদর্শনকালে দেখা যায় বুড়িচং সদর বাজারের থেকেও কাঁচা শাক সবজির দাম অনেক কম মূল্যে বিক্রি হচ্ছে। বুড়িচং সদর বাজারে প্রতি কেজি করলা যেখানে ১০০ টাকা সেখানে বড়সার বাজারে ৬০ টাকা থেকে ৭০ টাকা ধরে বিক্রি হচ্ছে। জলপাই ১০০ টাকা থেকে ৬০ টাকা কচুর ছড়া ৬০ টাকা  কেজি বিক্রি করতে দেখা গেছে।

 

এ সময় উপস্থিত ছিলেন ভরাসার বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক  জনাব শামসুল হুদা,সিনিয়র সহ সভাপতি মো. আবুল কাশেম, মোহাম্মদ তাজুল ইসলাম, আব্দুল মতিন সরদার ও আলমগীর হোসেন সহ বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে, নাম প্রকাশ না করার শর্তে বাজারের কতিপয় ব্যবসায়ী জানান – ভরাসার বাজারের তোয়া মার্কেটে একটি মুদি দোকান একটি পোল্ট্রি ও একটি চায়ের দোকান বাজার পরিচালনা কমিটির সাথে তালিকাভুক্ত নয়।

তারা অবৈধভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের ব্যবসায়িক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে এবং বাজার কমিটির কালিকাভুক্ত নথি তে অন্তর্ভুক্ত হওয়ার জন্য কর্তৃপক্ষকে এগিয়ে আসার অনুরোধ জানান।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এছাড়া নতুন পরিচালনা কমিটি দায়িত্ব নেয়ার পর এ ভরাসার বাজারকে সুন্দর করে ঢেলে সাজানো হলে ও বাজারের সৃষ্ট যানজট মুক্ত করার লক্ষ্যে বাজার কমিটিকে এগিয়ে আসার আহ্বান জানান। বাজার পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম আরো বলেন – অচিরেই বাজারের সকল সমস্যা সমাধানে বিশেষ করে পয়: নিষ্কাশন ড্রেনেজ ব্যবস্থার আরো উন্নয়ন ও চুরি প্রতিরোধ করে  সকলকে সাথে নিয়ে  ব্যাপক ভূমিকা রাখা হবে । উল্লেখ্য, গত ৭ অক্টোবর/২৪  ৫৩ সদস্য বিশিষ্ট বাজার পরিচালনা কমিটির গঠন করা হয়।

 

আরও দেখুনঃ

Leave a Comment