সীমান্তে বাক্সবন্দি ইলিশ – বুড়িচং উপজেলার উত্তর আনন্দপুর এলাকায় সীমান্ত থেকে প্রায় সাড়ে ৬০০ কেজি বাক্সবন্দি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
কুমিল্লা সীমান্তে বাক্সবন্দি ইলিশ ফেলে ভারতে পালালো চোরাকারবারিরা
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উত্তর আনন্দপুর এলাকায় সীমান্তের ২০৬৭ মেইন পিলার থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এসব ইলিশ জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৬০ বিজিবির অধিনায়ক এ এম জাবের বিন জব্বার।

বিজিবি জানায়, বেলা ১টার দিকে বিজিবি টহলে নামে। এসময় চোরাকারবারিরা ইলিশ নিয়ে যাচ্ছিল। বিজিবির টহল টিমের খবর চোরাকারবারিদের কাছে পৌঁছে যায়। সীমান্তের খুবই কাছে হওয়ায় চোরাকারবারিরা বেশিরভাগই ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। যে কারণে তাদের ধরা সম্ভব হয়নি। তবে মাছগুলো উদ্ধার করা হয়েছে।

অধিনায়ক এ এম জাবের বিন জব্বার বলেন, ইলিশ মাছের মূল্য প্রতি কেজি ১৬০০ টাকা দরে আর্থিক মূল্য ১০ লাখ ২৫ হাজার ৬০০ টাকা হয়। জব্দের পর ইলিশগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে।
আরও দেখুনঃ