সেনাবাহিনীর ঈদ উপহার কুমিল্লায় দুস্থদের জন্য,কুমিল্লায় দুস্থ ও অসহায় এক হাজার ১৫০ জনের মধ্যে ঈদের উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কুমিল্লা সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।

সেনাবাহিনীর ঈদ উপহার কুমিল্লায় দুস্থদের জন্য
বুধবার সকালে কুমিল্লার আদর্শ-সদর উপজেলার চাঁনপুর, কালিবাজার, অলিপুর ও সিটি করপোরেশন এলাকায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

নগরীর টিক্কাচর-মাঠে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে কুমিল্লা অঞ্চলের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাই, লে. কর্নেল রুহুল আমিনসহ কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: