দাউদকান্দি উপজেলা আয়তন: ২০৮.৬৬ বর্গ কিমি। অবস্থান: ২৩°২৪´ থেকে ২৩°৩৫´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৪১´ থেকে ৯০°৫৩´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে মেঘনা ও তিতাস উপজেলা, দক্ষিণে মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলা, পূর্বে চান্দিনা ও মুরাদনগর উপজেলা, পশ্চিমে মতলব উত্তর ও গজারিয়া উপজেলা।
জনসংখ্যা ২৮৪০৩১; পুরুষ ১৪৩৩০৫, মহিলা ১৪০৭২৬।

জলাশয় মেঘনা, গোমতী নদী এবং বাটাখাঁসি খাল উল্লেখযোগ্য।
প্রশাসন দাউদকান্দি থানা গঠিত হয় ১৮৫৮ সালে। বর্তমানে এটি উপজেলা।
তথ্যঃ


কুমিল্লা জেলা – দাউদকান্দি উপজেলা আদমশুমারি রিপোর্ট ২০০১,
প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ দরিয়া সওদাগরের মসজিদ (বড় গোয়ালি)।
মুক্তিযুদ্ধের ঘটনাবলি ১৯৭১ সালের ২৩ মে রাজাকারদের সহায়তায় পাকবাহিনী রায়পুরা গ্রামের ১১ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে এবং পার্শ্ববর্তী জিংলাতলী ও হারপুর গ্রামের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। এছাড়াও উপজেলার গোয়ালমারী বাজারে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে ২ জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং দুইশতাধিক পাকসেনা ও স্থানীয় রাজাকার নিহত হয়।
মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন বধ্যভূমি ১ (দাউদকান্দি থানার দক্ষিণে সাহাপাড়া ব্রীজ)।

ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ৫৩১, মন্দির ২৮, মাযার ২২। উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান: বানিয়াপাড়া জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, চানগাঁও জামে মসজিদ, কবির উদ্দীন জামে মসজিদ।
শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৪২.৫৯%; পুরুষ ৪৮.৪৩%, মহিলা ৪০.০৫%। কলেজ ৬, টেকনিক্যাল ট্রেনিং কলেজ ১, মাধ্যমিক বিদ্যালয় ৪৪, প্রাথমিক বিদ্যালয় ১৯০, নার্সারি স্কুল ৯৩, মাদ্রাসা ৩২। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: ইলিয়টগঞ্জ আরবি হাইস্কুল (১৯০৮), রায়পুর কেসি হাইস্কুল (১৯১২), দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় (১৯১৯), বারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় (১৯১৯). চিনামুড়া এলএন উচ্চ বিদ্যালয় (১৯৩০), গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় (১৯৪২), দাউদকান্দি মডেল হাইস্কুল।
পত্র-পত্রিকা ও সাময়িকী দৈনিক: প্রান্তর; সাপ্তাহিক: বাংলাবার্তা, মনির, জনবার্তা, কালধারা, জনতার প্রত্যাশা।
সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ১, ক্লাব ১১৬, সিনেমা হল ৪, মহিলা সংগঠন ১৫।
প্রধান কৃষি ফসল ধান, পাট, গম, আলু, সরিষা, ফুটি, খিরা, তরমুজ, চিনাবাদাম, ডাল, শাকসবজি।
প্রধান ফল-ফলাদি আম, জাম, পেয়ারা, কুল, কলা, লেবু, পেঁপে, লিচু।
মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার মৎস্য ৮০, হাঁস-মুরগি ২৩৩, গবাদিপশু ৯৭, কৃত্রিম প্রজনন কেন্দ্র ৫।
যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ১৩৫ কিমি, আধা-পাকারাস্তা ১০ কিমি, কাঁচারাস্তা ২৪০ কিমি; নৌপথ ১২ নটিক্যাল মাইল।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, গরুর গাড়ি।
কুটিরশিল্প তাঁতশিল্প, পাটশিল্প, বাঁশের কাজ।
হাটবাজার ও মেলা হাটবাজার ১৮। দাউদকান্দি হাট, গৌরীপুর হাট, ইলিয়টগঞ্জ হাট, বাটাখাঁসি হাট, গোয়ালমারী হাট, হাসনাবাদ হাট, আলিপুর হাট, পালের বাজার, শহীদনগর বাজার উল্লেখযোগ্য।
প্রধান রপ্তানিদ্রব্য পাটজাত দ্রব্য, শাকসবজি।
স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১, হাসপাতাল ৩, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ১৫, স্বাস্থ্যকেন্দ্র ৯, ইপিআই কেন্দ্র ৬৪৮, পশুহাসপাতাল ১।

আরও দেখুনঃ

মেঘনা উপজেলা | কুমিল্লা জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ